Cancion : 69 Artista : Ayub Bacchu Album : Bachelor Url : https://www.letras10.co/letra-69-de-ayub-bacchu আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপরে পড়েছে আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপরে পড়েছে আমাকে ভেঙেচুরে ছুঁড়ে ফেলে গুড়ো গুড়ো আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপরে পড়েছে আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপরে পড়েছে আমাকে ভেঙেচুরে ছুঁড়ে ফেলে গুড়ো গুড়ো। আমিতো স্বপ্ন দেখিনি স্বপ্নই আমাকে দেখেছে আমিতো স্বপ্ন দেখিনি স্বপ্নই আমাকে দেখেছে আমাকে দেখে স্বপ্ন চোখে মেরেছে আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপরে পড়েছে আমাকে ভেঙেচুরে ছুঁড়ে ফেলে গুড়ো গুড়ো। আমিতো ভালোবাসিনি ভালোই আমাকে বেসেছে আমিতো ভালোবাসিনি ভালোই আমাকে বেসেছে ভালো আমাকে বেসে মন্দ করেছে আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপরে পড়েছে আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপরে পড়েছে আমাকে ভেঙেচুরে ছুঁড়ে ফেলে গুড়ো গুড়ো আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপরে পড়েছে আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপরে পড়েছে আমাকে ভেঙেচুরে ছুঁড়ে ফেলে গুড়ো গুড়ো আমি তো প্রেমে পড়িনি ========================== Letra descargada de Letras10.co ==========================