Cancion : Akash Ta Kapchilo Ken Artista : Golam Fakir Album : Unisher Dak Url : https://www.letras10.co/letra-akash-ta-kapchilo-ken-de-golam-fakir অাকাশ টা কাপিছল কেন যমিন টা নাচছিল কেন বড় পীর ঘামছিল কেন। গান গাইিছেলন খাজা যেইদিন যেইদিন আল্লাহ নবীর শান পীর আউলিয়ার শান যে বলে হারাম সে তো গ্যানহীন, না বুঝে বেত বাতেন হারাম তোমরা বল কেন এই গান শুনেছিলেন নবী ইয়াছিন। না করে গন্ডগোল খুল তোরা হাদিস খোল বিল্লাল কেন বাজায় ঢোল সেই দিন সেইদিন। যেদিন দীনের নবী ছেড়ে যায় পৃথিবী ঢোল বাজায়ইয়া খমা চায় রীন চায় রীন। সুর দিয়া দেয় আজান, সুর করে পরে কুরআন সুর করে করে বয়ান মুহাজির মুহাজির কয় সরকার শাহআলম আছে গান দুই রকম, সু গানে সাগতম মুমিন। সর্বশেষ এডিট: ২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫: ৪ টা কাপছির ক্যান। জমিনটা নাচ্ছির ক্যান বড় পির ঘামঝির ক্যান সি দিন দিন। ========================== Letra descargada de Letras10.co ==========================