Cancion : Berajaal Artista : Kazi Album : Kolponar Baire Url : https://www.letras10.co/letra-berajaal-de-kazi লাখো মানুষের আজ দেখো কত হাহাকার নিমিষেই হারানো বেঁচে থাকার অধিকার তলিয়ে নিয়েছে কত ঘর বাড়ি নিঠুর সেই স্রোতে আঁটকে বুকে কত কান্না নিয়তির এই ভবে কালো মেঘের ছায়ায় ঘেরা আমাদের এই নির্বাসন ক্ষুব্ধ পৃথিবীর কাছে আমাদের এই আবেদন দুঃখ বুকে জড়িয়ে তোমায় দিয়ে দেব অবাধ সুখ শত বাঁধার বেড়াজালে জেগে উঠবে সুর্যের মুখ এখন আমরা সবাই আবার গড়ে তুলবো পৃথিবীকে নতুন করে সাজিয়ে দেব স্রষ্টার আলোকে অপরুপ এ প্রহর চাঁদমামা চাঁদমামা কোথায় তুমি হারিয়ে গেলে মেঘের আকাশে শিশু হাসছে অথৈ জ্বলে তার পেটে ক্ষিধা প্রকট তবু হাল ছাড়েনি সেই পাহারি মেয়ে আঁটকে আছে বাঁশের নলিটা করছে প্রার্থনাদ এই দুঃস্বপ্ন কবে শেষ হবে... কালো মেঘের ছায়ায় ঘেরা আমাদের এই নির্বাসন ক্ষুব্ধ পৃথিবীর কাছে আমাদের এই আবেদন দুঃখ বুকে জড়িয়ে তোমায় দিয়ে দেব অবাধ সুখ শত বাঁধার বেড়াজালে জেগে উঠবে সুর্যের মুখ (২) ========================== Letra descargada de Letras10.co ==========================